মান্দা উপজেলা ১৪টি ইউনিয়ন নিয়ে প্রায় সাড়ে চার লক্ষ লোকের বাস। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ২০০৭ সালে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়।এই স্বাস্থ্য কমপ্লেক্সের অধীন ০৯টি উপ-স্বাস্থ্য কেন্দ্র, ৪৮টি কমিউনিটি ক্লিনিক চালু অছে। হাসপাতালের জরুরী বিভাগ এবং অন্তঃবিভাগ সার্বক্ষনিক খোলা থাকে ও সরকারী ও সাপ্তাহিক ছুটির দিন ছাড়া বহিঃ বিভাগ খোলা থাকে।হাসপাতালটির পাশ দিয়ে অাত্রাই নদী প্রবাহিত।
হাসপাতাল/স্বাস্থ্য কেন্দ্রের তালিকা
১। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স= ০১টি ( ৫০ শয্যা বিশিষ্ট )
২। খাস-মান্দা উপ-স্বাস্থ্য কেন্দ্র - ভারশো ইউনিয়ন
৩। ভালাইন উপ-স্বাস্থ্য কেন্দ্র- ভালাইন ,,
৪। পরানপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র- পরানপুর ,,
৫। মান্দা উপ-স্বাস্থ্য কেন্দ্র-মান্দা ,,
৬। কাঞ্চন উপ-স্বাস্থ্য কেন্দ্র-গনেশপুর ,,
৭। মৈনম উপ-স্বাস্থ্য কেন্দ্র-মৈনম ,,
৮। নুরুল্যাবাদ উপ-স্বাস্থ্য কেন্দ্র-নুরুল্যাবাদ ইউনিয়ন
৯। কালীগ্রাম উপ-স্বাস্থ্য কেন্দ্র, ,, ,,
১০। কশব উপ-স্বাস্থ্য কেন্দ্র, কশব ,,
১১। ৪৮টি কমিউনিটি ক্লিনিক।
১২। ৬টি নবসৃষ্ট ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS