Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
নিপাহ রোগ বিষয়ক জরুরী স্বাস্থ্যবার্তা
বিস্তারিত

নিপাহ একটি ভা্িরিাসজনিত ভয়াবহেোরাগ, যা বাদুড় থেকে মানুষে সংক্রমিত হয়। সাধারণত শীতকালে এই রোগ বিস্তার লাভ করে। খেজুরের কাঁচা রস পান করলে নিপাহ রোগ হতে পারে। অন্যান্য ভাইরাসজনিত রোগ থেকে এই রোগের মৃত্যুহার অনেক বেশি, প্রায় ৭০ শতাংশ। প্রতিরোধই হচ্ছে এই রোগ থেকে বাঁচার একমাত্র উপায়।

নিপাহ রোগের প্রধান লক্ষণসমূহঃ

* জ্বরসহ মাথাব্যথা

* খিচুনি

* প্রলাপ বকা

* অজ্ঞান হওয়া

* কোন কোন ক্ষেত্রে শ্বাসকষ্ট

নিপাহ রোগ প্রতিরোধে করণীয়ঃ

খেজুরের কাঁচা রস পান করবেন না

* কোন ধরনের আংশিক খাওয়া ফল খাবেন না

* ফলমূল পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে খাবেন

* নিপাহ রোগের লক্ষণ দেখা দিলে যতদ্রুত সম্ভব নিকটস্থ সরকারি হাসপাতালে প্রেরণ করুল

* আক্রান্ত রোগীর সংস্পর্শে আসার পর সাবান-পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন।


খেজুরের রস ফুটিয়ে নিলে নিপাহ ভাইরাস মরে যায় কোন অবস্থাতেই খেজুরের কাঁচা রস পান করবেন না



ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
06/03/2023
আর্কাইভ তারিখ
31/03/2023