Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

হাসপাতাল/স্বাস্হ্য কেন্দ্র

মান্দা উপজেলা ১৪টি ইউনিয়ন নিয়ে প্রায় সাড়ে চার লক্ষ লোকের বাস। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ২০০৭ সালে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়।এই স্বাস্থ্য কমপ্লেক্সের অধীন ০৯টি উপ-স্বাস্থ্য কেন্দ্র, ৪৮টি কমিউনিটি ক্লিনিক চালু অছে। হাসপাতালের জরুরী বিভাগ এবং অন্তঃবিভাগ সার্বক্ষনিক খোলা থাকে ও সরকারী ও সাপ্তাহিক ছুটির দিন ছাড়া  বহিঃ বিভাগ খোলা থাকে।হাসপাতালটির পাশ দিয়ে অাত্রাই নদী প্রবাহিত।

সিটিজেন চার্টার

হাসপাতাল/স্বাস্থ্য কেন্দ্রের তালিকা

১।  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স= ০১টি ( ৫০ শয্যা বিশিষ্ট )

২।  খাস-মান্দা উপ-স্বাস্থ্য কেন্দ্র - ভারশো ইউনিয়ন

৩।  ভালাইন উপ-স্বাস্থ্য কেন্দ্র- ভালাইন      ,,

৪।  পরানপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র- পরানপুর    ,,

৫।  মান্দা উপ-স্বাস্থ্য কেন্দ্র-মান্দা             ,,

৬।  কাঞ্চন উপ-স্বাস্থ্য কেন্দ্র-গনেশপুর       ,,

৭।   মৈনম উপ-স্বাস্থ্য কেন্দ্র-মৈনম          ,,

৮।   নুরুল্যাবাদ উপ-স্বাস্থ্য কেন্দ্র-নুরুল্যাবাদ ইউনিয়ন

৯।   কালীগ্রাম উপ-স্বাস্থ্য কেন্দ্র,  ,,             ,,

১০।   কশব উপ-স্বাস্থ্য কেন্দ্র,     কশব         ,,

১১।  ৪৮টি কমিউনিটি ক্লিনিক।

১২।  ৬টি নবসৃষ্ট ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র।