Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রসাদপুর ইউনিয়নের ইতিহাস

ব্রিটিশশাসনামলের আনুমানিক ১৯৪৩ সালে প্রথম নওগাঁ মহকুমার অধীনেবর্তমান প্রসাদপুর ইউনিয়ন গঠিত হয়। ঐসময়ে ইউনিয়ন এর চেয়ারম্যান কে গ্রাম প্রেসিডেন্ট বলা হত। ১৯৫০ সালেপাকিস্তান শাসনামলে গ্রাম প্রেসিডেন্ট এর পদকে ইউনিয়ন চেয়ারম্যান পদবীঘোষণা করা হয়। ১৯৫৪ সালে প্রথম গ্রাম প্রেসিডেন্ট হনশ্রী সূর্যমল আগরওয়ালাতারপর পর্যায়ক্রমে লেদাই মন্ডল  শ্রী নিরাঞ্জন আগরওয়ালাগ্রাম প্রেসিডেন্ট এরদায়িত্ব পালন করেন। ১৯৬৭ সালে মো: কলিম উদ্দিন মন্ডলপ্রথম ইউনিয়ন পরিষদ চেয়াম্যান মনোনীত হনএবং তিনিই মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে অত্র ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।১৯৭১ এ বাংলাদেশ স্বাধীন হবার পর পরবর্তী সময়ে মোঃ আজগর আলী দেওয়ান মোঃ নজরুল ইসলাম চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। । বর্তমানে ১৪টি ছোট বড়গ্রাম মিলিয়েই প্রসাদপুর ইউনিয়ন পরিষদ।

প্রসাদপুরইউনিয়নের নাম নিয়ে দুটি জনশ্রুতি রয়েছে, পুর্বে প্রসাদপুর ইউনিয়ন এরঅধিকাংশ গ্রামেই হিন্দুদের আধিপত্য ছিল। দুবল হাটির রাজারা এখানে রড় বড় প্রাসাদ নির্মান করেছিলেন বলে এটি প্রসাদপুর নামে পরিচিত। অন্যটি হল হিন্দুরা পুজার পর প্রসাদ বিতরন করতো বলে এই এলাকা প্রসাদপুর নামে পরিচিত।।